উপমহাদেশে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটিয়েছেন সৈয়দ আহমদ সিরিকোটি(র.)

আনজুমান ট্রাস্টের সালানা ওরসে বক্তারা

| বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (র.) বাংলাদেশসহ ভারত উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পুনরুজ্জীবন ঘটিয়েছেন। তিনি ইসলামের সঠিক রূপরেখার আহলে সুন্নাতের আক্বীদা ও সুফিবাদ প্রসারে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেন। যে প্রতিষ্ঠান আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তিনি মূলত এ বাংলা থেকেই ইসলামি শিক্ষা ও আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটান। গতকাল বুধবার নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকাহ শরীফে আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও জামেয়ার প্রতিষ্ঠাতা আওলাদে রাসুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (র.) ওরশ উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা এ কথা বলেন।
আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে স্মরক আলোচনায় সারগর্ভ বক্তব্য রাখেন আনজুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সামশুদ্দীন, অ্যাসিস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি গিয়াস উদ্দিন সাকের, প্রেস এন্ড পাবিলিকেসন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশুর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ অল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম.এ.মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, জামেয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আল্লামা আবুল আসাদ জুবায়ের রজভী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, আনোয়ারুল হক, শাহজাদ ইবনে দিদার, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাওলানা হাফেজ আনিসুজ্জমানের সঞ্চালনায় স্মারক আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কামরুদ্দিন সবুর, জমির উদ্দিন মাস্টার, মাহবুব অলম, তাসকির আহমদ, অ্যাডভোকেট জাহাঙ্গির আলম চৌধুরী, হাবিব উল্লাহ মাস্টার, মোহাম্মদ আবদুল্লাহ, মনোয়ার হোসেন মুন্না, মাওলানা মোহাম্মদ ইলিয়াছ আলকাদেরী প্রমুখ।
সালানা ওরস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল- সকাল ৮টা থেকে খত্‌মে কোরআন মাজীদ, খত্‌মে বোখারী শরীফ, খত্‌মে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (দ.) ও পবিত্র গেয়ারভী শরীফ, বা’দ আছর হতে হযরাতে মাশায়েখ কেরামের জীবনী আলোচনা এবং সালাত ও সালাম পরিবেশন করেন জামেয়ার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আযহারী। পরিশেষে, জামেয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন। বা’দ নামাজে এশা তবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধবাংলার মানুষের প্রাণের সংগঠন আওয়ামী লীগ