বাংলার মানুষের প্রাণের সংগঠন আওয়ামী লীগ

৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ জুন, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের প্রাণের সংগঠন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিষ্ঠানে পরিণত হয়। গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্য ধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পরিক্রমায় অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়। দলের চরম ক্রান্তিকালে ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়।
রাঙ্গুনিয়া পৌর আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ। গতকাল বুধবার অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার পৌর অডিটোরিয়াম প্রাঙ্গণে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খাঁন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আজিমুল কদর, লোকমানুল হক তালুকদার, আবু তাহের তালুকদার, নির্মল কান্তি দাশ, কাউন্সিলর জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, আবুল কাশেম, ফজলুল করিম তালুকদার, মোকাররম হোসেন, জাহাঙ্গীর আলম তালুকদার, ফজল সওদাগর, ওসমান গণি চৌধুরী, কুসন মুৎসুদ্দী, মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২২ জুন সিডিএ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম একটি প্রবন্ধ উপস্থাপন করেন এবং সিডিএ চেয়ারম্যান ‘শুদ্ধাচার’ পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন এ কে খান কোম্পানির ডিজিএম এ কে জাহেদ চৌধুরী, এস এম লিয়াকত হোসেন, প্রণব রাজ বড়ুয়া, শ.ম. জিয়াউর রহমান, সজল দাশ, প্রকৌশলী রিয়াতুল করিম, মৃণাল প্রমুখ। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ বাংলার দুঃখী মানুষের প্রাণের সংগঠন। বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বিস্ময় ও উন্নয়নের রোল মডেল।

৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : ৪৩ নং আমিন শিল্পাঞ্চল আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা ইসলাম হোসেন রনি ও শিবলু আহমদ জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা এম ইলিয়াছ সরকার। বক্তব্য রাখেন আব্দুল বাতেন, আরিফ আহমেদ সুজন, কামাল হোসেন, এমদাদুল হক বাকের, রবিউল হোসেন সোহাগ, হোসেন হাজারী, কাজী আল মামুন, কাদের, নয়ন, সুজন গাজী, সোহেল রানা, আউলাদ, ডিএম সুমন, জামাল, পলাশ, মিঠা বাদশা, মামুন, সুজন আলী, করিম, সৌরভ হোসেন, আলাল, মতিন, হাসান মুন্সি, রহিম, মহিউদ্দিন, আজাদ, আলমগীর, হাবিব, ইমরান, জহির প্রমুখ।
নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কে এম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আলী আকবর। ফজল আহমদের পরিচালনায় বক্তব্য দেন মাবুদ সওদাগর, মোহাম্মদ রফিক, বাবুল দাস, শের মোহাম্মদ, নটরাজ গুপ্ত, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আরিফ, বাপ্পি দাস, মোহাম্মদ মানিক, আরিফ হোসেন, সাকিব হাসান, সুমন দাস, লিটন দাস প্রমুখ।

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ : হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল পৌরসভা দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, উপজেলা আওয়ামী লীগ নেতা সামশুল আলম চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান সওদাগর, সোলায়মান চৌধুরী, মোসলেহ উদ্দিন মাসুদ, অধ্যাপক মোরশেদুল আলম, সাহাবুদ্দীন মানিক, ডা. মোহাম্মদ হোসেন, মুশফিকুর রহমান সাদি, শাহজাদা সৈয়দ বদরুল, আবদুল কায়উম, লোকমান চৌধুরী, সিরাজুল ইসলাম, সেকান্দর তুহিন, সালাউদ্দিন চৌধুরী, মো. আলী, শাহ আলম, এসকান্দর, শফিকুল ইসলাম, নেজাম উদ্দিন নাজিম, মো. ইলিয়াছ, সেলিম উদ্দিন, সফিউল্লাহ, মামুন, মুহিত ও জিহান।

আকবরশাহ থানা আওয়ামী লীগ : আলোচনা সভা সংগঠনের সভাপতি সুলতান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম এমপি। বক্তব্য রাখেন মো. লোকমান আলী, সাহাব উদ্দিন জাহেদ, মো. আবু সুফিয়ান, দিলিপ কুমার দাশ, মো. ফজলুল হক, মিলি চৌধুরী, মো. লোকমান, ডাক্তার শরিফ, রবিউল হোসেন ভান্ডারী, সবিতা বিশ্বাস, শহিদুল ইসলাম চৌধুরী, আবুল কাশেম, সাহাবউদ্দিন আহমেদ আঙ্গুর, আশরাফ উদ্দিন টিটু, আবু তাহের, জিয়াউল হক সুমন, মো. ইউছুফ শাহীন, শাহ আল মোমিন, সেলিম সোহাগ, মো. সরোয়ার, আরিফুল ইসলাম, মো. মনির হোসেন ।

মীরসরাই উপজেলা আওয়ামী লীগ : মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা সদর দলীয় কার্যালয়ের সামনে পায়রা উড়িয়ে দলের কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব রহমান রুহেল। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঞার সঞ্চালনায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপস্থিত ছিলেন শাখাওয়াত উল্লাহ রিপন, নিজাম উদ্দিন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান মফিজ সারেং, নুরুল মোস্তফা ও রেজাউল করিম চৌধুরী, গিয়াস উদ্দিন জসিম, শেখ সেলিম, মেজবাহ উদ্দিন, সামছুল আলম দিদার, কামরুল ইসলাম, মাইনুর ইসলাম রানা, ইব্রাহিম খলিল, মাসুদ রানা প্রমুখ।

দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ : দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগ ও বি ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর গাজী এম শফিউল আলম। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ মঈনুদ্দীন, হাজী আব্দুর রহমান, জিয়া আমানত নয়ন, হাজী আব্দুর রহমান, আব্দুল হান্নান, জাহেদ হোসেন খান, মো. সেকান্দার, গাজী মো. ইউনুস, মো. আবু তাহের, মোহাম্মদ এমরান, এম এ কাশেম, মোহাম্মদ জাকির, মো. শফি, গাজী মো. মহিউদ্দিন, মো. জয়নাল আবেদীন, আরাফাত আজিম, টুটুল কারণ, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ মাবুদ, আরমান, মামুন, জুয়েল, শুভ, সাজ্জাদ, মুবিন, অমিত, হাসান ও শুভ শীল।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক। বক্তব্য রাখেন জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল, সুগ্রীব মজুমদার দোলন, উৎপল সেন, পারভীন হাবিবা, সাজিয়া সুলতানা, মো. সৈয়দ, আবু জাফর তালুকদার, এম. নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম শামীম।

বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকালে বাঁশখালী উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ কমপ্লেঙে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরওয়ার কামাল, ইউপি চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, আ ন ম শাহাদত আলম, মুজিবুল হক চৌধুরী, মো. কফিল উদ্দীন, মো. ইয়াছিন সিকদার, মো. বদরুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জিল্লুল করিম শরীফি, অ্যাড. এসএম তোফাইল বিন হোছাইন, সেলিম আক্তার, রয়ান জন্নাত, জাহেদ আকবর জেবু, টুটুন চক্রবর্তী, মো. হামিদ উল্লাহ প্রমুখ।

সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, আওয়ামী ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁঁইয়া। সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, এডভোকেট ভবতোষ নাথ, ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান, তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, জাহেদ হোসেন নিজামী, সালাউদ্দিন আজিজ, অ্যাড. ফজলে করিম চৌধুরী নিউটন প্রমুখ।

চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শাহ আমিন উল্লাহ মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক এম কায়সার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমদ চৌধুরী জুনু, ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মোজাফফর আহমদ, মাহাবুবুল আলম, মো. ইয়াকুব, আবুল হোসেন আবু, বেলাল উদ্দীন, হোসেন আহমদ প্রমুখ।

টেকনাফ : টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সে উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কঙবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. শফিক মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নুরুল বশর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঈনুল হোসেন চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম মুন্না প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদের পরিচালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ উল্লাহ প্রমুখ।

নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার কেক কেটে দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মো. ইমরানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংলা ওয়ে মার্মা ডা. সিরাজ হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তার, যুবলীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, মো. হোসেন, আলী হোসেন, সাইফুদ্দিন মামুন শিমুল প্রমুখ।

মৎস্যজীবী লীগ : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ, চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আমিনুল হক (বাবুল সরকার)। মহানগর সদস্য সচিব এম এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ গফফর কুতুবী, নগর যুগ্ম আহ্বায়ক শাহেদ হায়দার খান, এ কে ফজল হক, কাউসারুজ্জামান, টুটুল ভট্টাচার্য্য, সেলিম উল্লাহ, সদস্য মো. শামসুল আলম, আবুল বাশার, নুরুল আমিন, কোতোয়ালী থানার আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব সাইফুদ্দিন রাসেল, বাকলিয়া আহ্বায়ক সেলিম উদ্দিন, মহিউদ্দিন তারেক, রাহুল বড়ুয়া প্রমুখ।

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ : ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলমের বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি জোনাব আলী সওদাগর। স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আশরাফ খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী নুরুল আলম, পতেঙ্গা থানা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ আলী, সি ইউনিট আ.লীগ সাধারণ সম্পাদক ছালেহ আহম্মদ, সদস্য আব্দুল লতিফ, সুজন চন্দ্রনাথ, সাইফুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, শাহজাহান, মনজুর আলম দস্তগীর, আলম মাসুদ, রফিক, আলাউদ্দিন, বেলাল রনি, সাগর খান, সাজিউল করিম সাজিব, তানজিল হাসান, মোরশেদ আলম মিশু, ইসরাত জাহান, জাহিদা আকতার, সেলিম মাস্টার প্রমুখ।

বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ মহানগর : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আন্দরকিল্লা অফিসে সংগঠনের মহানগরের সহ-সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় কেক কাটা সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি এম এ জব্বার, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম, প্রধান বক্তা মহানগর বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক আজম খাঁন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাফিজ উদ্দিন, প্রচার সম্পাদক এনামুল হক এনাম, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান সুমন, অর্থ সম্পাদক সোহেল খান, রোখসানা আক্তার পলি, আমিন মিয়া জুবি, মমিনুল ইসলাম রাফি প্রমুখ।

বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকালে নগরীর আমবাগানস্থ চট্টগ্রাম জেলা শাখায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আলোচনা সভা করে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, প্রকৌশলী সালমা খাতুন প্রমুখ।

লালখান বাজার ওয়ার্ড আ. লীগ : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দীক আহাম্মদের সভাপতিত্বে ও ইকবাল হোসেন হিরণের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, তথ্য ও গবেষণা সম্পাদক আবু সাঈদ সুমন, সুরুত কুমার চৌধুরী, মো. হানিফ প্রমুখ।
মোহরা ওয়ার্ড আ. লীগ : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। খালেদ হোসেন খান মাসুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন, মো. আবুর কালাম, মো. মেসবাহ উদ্দিন রিটন, শফিকুর রহমান সৌরভ, মুজিবুর রহমান, মো. ইলিয়াছ, মো. আবুল হাশেম, মো. জাহেদ হোসেন, মো. জাহাঙ্গীর সওদাগর, সাইফুদ্দিন, মো. আবদুল হান্নান মকুল প্রমুখ।

কেন্দ্রীয় উপ-কমিটি : আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যবৃন্দ গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলাস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কে এম শহীদুল কাওসার, বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য রেজাউল করিম, যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নজরুল ইসলাম, বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী।
৩ নম্বর জেটি গেইট : দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এম এ লতিফ এমপির উদ্যোগে গতকাল সকাল ১১টায় সাংসদের ৩ নম্বর জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে ও লবণ শ্রমীকলীগ সভাপতি আব্দুল মতিন মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মোহাম্মদ যোবায়ের, যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য দেবাশীষ পাল দেবু, ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মাইনুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক শাহিন সরোয়ার, স্বাধীনতা নারী শক্তি পরিচালক বিবি মরিয়ম। উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম, আবদুল মান্নান চৌধুরী, মো. মোক্তার, জাহিদুল আলম মিন্টু, মো. আব্দুর শুক্কুর, মো, ইমতিয়াজ প্রমুখ।
শেখ রাসেল স্মৃতি সংসদ : খন্দকিয়া শিকারপুর শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা রফিক আহমদ সওদাগর, বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম, চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন সাইফু, নিবু ভূষণ পালিত। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এস এম মহিউদ্দিন বেলাল রনি, আসফাক উদ্দিন খোকন, মোহাম্মদ এরশাদ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ সিরাজ প্রমুখ।
৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সভায় ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সদস্য হাজী ওমর ফারুকের সভাপতিত্বে সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী আজাদ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হাসান, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরিদ নেওয়াজ, ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর চৌধুরী, সুকুমার শীল, জাফর আহম্মদ, ফরিদুল আলম ফরিদ, নুরুল আবছার খোকন, হাজী ইসমাইল আজিজ, আব্দুল হক, সাবের আহম্মদ, ইকবাল, মহাব্বত, সাজ্জাদ, কামাল, আলফাজ, সোহেল পারভেজ, ইকতিয়ার, আজাদ, বাপ্পী, আবু সাঈদ, শাকিল।

পূর্ববর্তী নিবন্ধউপমহাদেশে আধ্যাত্মিকতার পুনর্জাগরণ ঘটিয়েছেন সৈয়দ আহমদ সিরিকোটি(র.)
পরবর্তী নিবন্ধশুদ্ধাচার পুরস্কার পেলেন চকরিয়ার ইউএনও তাবরীজ