উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান

| সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা ৪৮৩টিরও অধিক। বলা যায় দেশের প্রায় প্রতিটি উপজেলাতেই রয়েছে সীমিত শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এ কমপ্লেক্সগুলোতে উন্নত চিকিৎসার সরঞ্জাম তো নেই সাথে চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মীরও সংকট লক্ষ্য করা যায়। এমনকি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া যায় না। এছাড়াও যেখানে সেখানে ময়লা আবর্জনা, বর্জ্য অব্যবস্থাপনা, অপরিষ্কার শৌচাগার ও উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে রোগীদের ওয়ার্ডগুলো যেনো প্রতিনিয়ত মানুষের দীর্ঘনিশ্বাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। ঋতু পরিবর্তনের সময় শিশু এবং বৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হন। তখন ঘরের কাছের এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোই মানুষের চিকিৎসার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠে। কিন্তু উপযুক্ত পরিবেশ, সরঞ্জাম ও পরামর্শকের অভাবে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলছে। বিভিন্ন সময়ে সরকার নানান অনুদান এবং অধুনিকায়ন প্রকল্প হাতে নিলেও দেশের প্রতিটি কোনায় এর সুফল আদৌও লক্ষ্য করা যাচ্ছে না। জনসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আধুনিকায়ন জরুরি। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

রাফিউল হাসান

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপঁচিশে মার্চ : পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যা
পরবর্তী নিবন্ধযুদ্ধের ময়দানে ছোট্ট শিশুটিও বাঁচতে চায়