উখিয়া ক্যাম্পে ফের একজনকে কুপিয়ে হত্যা

টানা তিনদিনে ৩ হত্যাকাণ্ড, গ্রেপ্তার ১

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

রোহিঙ্গা ক্যাম্পে মো. এরশাদ (২২) নামে এক যুবককে নিজ ঘরে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উখিয়ার কুতুপালং বর্ধিত ৪ নং ক্যাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে গত মঙ্গলবার সংঘটিত খুনের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্ধিত ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, বুধবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। কী কারণে এ ধরনের খুনের ঘটনা ঘটছে তা তদন্ত করা হচ্ছে। আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার ১৮ নং ক্যাম্পের পাহারাদার জাফর হত্যা ঘটনায় অভিযুক্ত ১ নং আসামি একই ক্যাম্পের নুরুল ইসলামকে (৪৭) গ্রেপ্তারের কথা জানান ৮ এপিবিএন পুলিশ। মঙ্গলবার রাতে নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে ১৭ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এ মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠছে। একসময় ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তারকারী কথিত আরসাসহ একাধিক সন্ত্রাসী গ্রুপের দাপট ছিল। সরকারের কঠোর নজরদারীর পাশাপাশি সাধারণ রোহিঙ্গারাও এসব সন্ত্রাসী গ্রুপগুলোর কবল থেকে রেহাই পেতে তৎপর হয়ে উঠে।
গত কয়েক বছর ধরে এসব রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপগুলো অকারণে সাধারণ রোহিঙ্গাদের ওপর, অপহরণ, চাঁদাবাজি, হত্যা, গুম, মাদক ও মানব পাচারের মত গুরুতর অপরাধসহ নানাবিধ নির্যাতন চালিয়ে আসছে। সাধারণ রোহিঙ্গারা এসব নির্যাতন থেকে রেহাই পেতে স্বেচ্ছায় ক্যাম্পগুলোতে পালাক্রমে পাহারা দিয়ে আসছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত রোহিঙ্গার মরদেহ ময়নাতদন্তের জন্য কঙবাজার মর্গে পাঠানো হয়েছে। গত তিনদিনে রোহিঙ্গা ক্যাম্পে ৩টি হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডগুলো প্রায় একই ধরনের বলে জানা গেছে। জুলাইয়ের শেষ থেকে গতকাল পর্যন্ত ১১টি খুনের ঘটনা ঘটেছে ক্যাম্পে। তন্মধ্যে ৩ জন মাঝি, ৫ জন পাহারাদার রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক বর্জ্য থেকে ভাগ্য বদল অর্ধলাখ মানুষের
পরবর্তী নিবন্ধবায়েজিদের সাবেক ওসি, ৭ এসআই ও ৬ এএসআইয়ের বিরুদ্ধে মামলা