ইস্তাম্বুলে আত্মঘাতী বিস্ফোরণ নিহত ৬, আহত ৫৩

হামলার পেছনে এক নারীকে সন্দেহ

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

তুরস্কের সর্ববৃহৎ নগরী ইস্তাম্বুলের কেন্দ্রে একটি ব্যস্ত শপিং স্ট্রিটের ফুটপাতে গতকাল স্থানীয় সময় বিকালে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ প্রথমে জানা না গেলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পরে জানান, আত্মঘাতী বোমারুর দ্বারা এই হামলা চালানো হয়েছে। যেসব তথ্য পাওয়া গেছে তাতে এ হামলার পেছনে একজন নারীর ভূমিকা থাকতে পারে বলেও জানানো হয়েছে। বিস্ফোরণের পর অনেকগুলো অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের দিকে ছুটতে দেখা গেছে। পুলিশ দ্রুত বিস্ফোরণস্থল ঘিরে ফেলেছে। এর আগে ২০১৬ সালে ইস্তিকলাল অ্যাভিনিউতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছিল। কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ওই হামলায় ৩৮ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছিল। গতকালের বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি এবং সংবাদ সংস্থা আনাদলু। কেউ এখনো এ হামলার দায় স্বীকারও করেনি বলে জানায় রয়টার্স। একটি রেস্তোরাঁর কর্মী মেহমেত আকুস বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। লোকজন ভয়ে জমে গিয়েছিল এবং একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছিল। তারপর লোকজন দৌড়ে পালাতে শুরু করে। এছাড়া আপনি আর কীবা করতে পারতেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মহাসাগরের রানি’ কোথায় গেল
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল