‘মহাসাগরের রানি’ কোথায় গেল

আজাদী ডেস্ক | সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

হাঙরটিকে ডাকা হতো ‘মহাসাগরের রানি’ নামে। অনেক চেষ্টার পর ধরা হয়েছিল। তার সাহায্যে সাগরের তলদেশে নানা রহস্য সমাধানে মরিয়া হয়েছিলেন গবেষকরা। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে সেই রানির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই হতাশ গবেষকরা। ২০২০ সালের অক্টোবর মাসে উত্তর আটলান্তিক থেকে ধরা হয়েছিল হাঙরটি। এরপর ওটার গায়ে ট্র্যাকিং ট্যাগ লাগানো হয়েছিল। এর সাহায্যে হাঙরটির গতিবিধি জানা যেত। গবেষকরা ঠিক করেছিলেন আগামী ৫ বছর ধরে হাঙরটিকে নিয়ে তারা গবেষণা চালাবেন। কিন্তু তার আগেই রানি নিখোঁজ। এক গবেষক জানান, সমুদ্রে হাঙরটির কিছু একটা ঘটেছে। তার গায়ে থাকা ট্র্যাকিং ট্যাগ নষ্ট হয়ে গেছে। তাই হাঙরটির গতিবিধি জানা যাচ্ছে না। নিরুদ্দেশ হওয়ার কিছু সময় পর ট্র্যাকিং ট্যাগের মাধ্যমে অস্পষ্ট সংকেত পাওয়া গিয়েছিল। হাঙরটিকে নিয়ে গবেষণার জন্য তার দাঁত থেকে ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়া রক্ত ও চামড়ার নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। ২০২১ সালের জুনে শেষবার হাঙরটির গতিবিধি জানা গিয়েছিল। তারপর থেকে আর খোঁজ নেই।

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছর প্যারিস বিমানবন্দরের টার্মিনালে বাস করা ইরানির মৃত্যু
পরবর্তী নিবন্ধইস্তাম্বুলে আত্মঘাতী বিস্ফোরণ নিহত ৬, আহত ৫৩