ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার আলোচনা সভা

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:১১ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ডবলমুরিং থানা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খাঁন বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নৈতিক মূল্যবোধ সম্পন্ন জাতি গঠনের কোনো বিকল্প নেই। ধর্মীয় শিক্ষার প্রতি যথাযথ গুরুত্বারোপ করা না হলে আগামীতে দেশ ও জাতি নৈতিকতা শূন্য হবে। এটি দেশের জন্য অশনিসংকেত।

ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানা কর্তৃক সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল নগরীর আগ্রাবাদস্থ একটি হলে ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার সভাপতি ছাত্রনেতা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আলী আজাদ রিজভী, মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল, মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, রবিউল হোসাইন মিয়াজি, আব্দুল বাছির নাইম, আব্দুর রহমান, মাসুদ আলি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধপটিয়া খলিলুর রহমান বালিকা স্কুলে অভিভাবক সমাবেশ