আনোয়ারায় ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভিক্ষাবৃত্তি বন্ধ করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে পতালার লক্ষ্যে ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহ, মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন ভিক্ষুককের মাঝে ১০ হাজার টাকা করে ৩ লাখ টাকা বিতরণ এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহের সার্বিক ব্যবস্থাপনায় ৩০টি সেলাই মেশিন প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকল্প পরিচালক আহত
পরবর্তী নিবন্ধইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার আলোচনা সভা