ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ রোল মডেল

জেলেদের আইডি কার্ড বিতরণকালে এমপি লতিফ

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন ও জেলেদের আইডি কার্ড বিতরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাস্থ আকমল আলী ঘাটে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমান্ডার শাহ মো: ওয়াশিউর রহমান, বাংলাদেশ কোষ্ট গার্ড, চট্টগ্রাম, লে: কমান্ডার সাদী মো: আতাউল্লাহ (এনডি), বিএন, চট্টগ্রাম নৌ অঞ্চল প্রতিনিধি, মো তানভীর ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম, শেখ শরীফউজ্জামান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (বন্দর) ও ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী এবং অফিসার ইনচার্জ পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানা।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মো: কামাল উদ্দিন চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর চট্টলা জেলে ফেডারেশনের সভাপতি লিটন দাস, সাধারণ সম্পাদক হরি দাস এবং বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুবল দাস। এতে প্রধান অতিথি বলেন, মহানগর এলাকায় বাইরের কোন জেলে এসে জোরপূর্বক অন্যদের জায়গায় মাছ ধরতে পারবে না। প্রধান অতিথি আরো বলেন, ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ রোল মডেল। বর্তমানে বাংলাদেশে ইলিশের উৎপাদন ৫.৭১ লক্ষ মেট্রিক টন, বাংলাদেশে মোট মৎস্য উৎপাদন ৪৭ লক্ষ মে.টন তার মধ্যে ১১.৬১ ভাগ আসে ইলিশ থেকে আসে। জিডিপিতে ইলিশের অবদান ১ ভাগেরও বেশি এবং প্রায় ২০২৫ লক্ষ লোকের কর্মসংস্থান হয় এ খাতে। বিশেষ অতিথির ব্যক্তব্যে কমান্ডার শাহ মো: ওয়াশিউর বলেন, কোস্ট গার্ড জেলেদের শত্রু নয় বন্ধু হিসেবে সাগরে তারা কাজ করেন। মৎস্য অধিদপ্তরকে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন সময়ে সহযোগিতা প্রদান করে থাকেন। বিশেষ অতিথির ব্যক্তব্যে শেখ শরীফউজ্জামান বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথির দিক নির্দেশনা মোতাবেক সাগরে জাল বসাবেন এবং নিজেদের মধ্যে জাল বসানো নিয়ে কোন বিরোধ করবেন না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রমে জেলেদের ২৫ কেজি করে চাল, ৬৫ দিন বন্ধে ৮৬ কেজি করে চাল এবং জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য জনপ্রতি ৪০ কেজি হারে চাল প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ছগির মুহাম্মদ তালুকদার (রহ.) ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ১০ টাকায় ইফতার বিতরণ