ইউসেপের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারক

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষতাভিত্তিক সমাজ গড়া ও ডিজিটাল শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গত ১ জুন ইউসেপ বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

এই সমঝোতার মাধ্যমে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ও সংখ্যালঘু যুবাদের দক্ষতাভিত্তিক ও ডিজিটাল শিক্ষা প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) রেজাউল মাকসুদ জাহেদী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইউসেপ বাংলাদেশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আন্তর্জাতিক স্টিল কনফারেন্স উদীয়মান বাংলাদেশ ২০ ও ২১ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধওমানে রাউজান প্রবাসীর আত্মহত্যা