ইংরেজিতে লেখা সাইনবোর্ডে কালি

নোংরা পরিবেশের জন্য জরিমানা গুনল ৩ রেস্টুরেন্ট

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বাংলার পরিবর্তে ইংরেজিতে লেখায় নগরের কাজীর দেউড়িতে এলিগেন্ট সিরামিক নামে একটি দোকানের সাইনবোর্ডে কালি লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। একই অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয় ও স্বাস্থ্যবিধি না মানায় বহদ্দারহাটের তিনটি রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কাশবন রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও ওয়েমপি ক্যাফেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, সাইনবোর্র্ডে বাংলায় না লেখা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ ও টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে করার দায়ে চারটি দোকানকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার
পরবর্তী নিবন্ধক্রিকেট বলটি আনতে গিয়ে রডে বিদ্ধ