এসএসসি পাশ করেই এমবিবিএস ডাক্তার

করেন অস্ত্রোপচারসহ জটিল রোগের চিকিৎসা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

পড়ালেখায় তিনি এসএসসি পাশ। পরিচয় দেন নিজেকে এমবিবিএস ডাক্তার বলে। ডাক্তারির পাশাপাশি অস্ত্রোপচারও করেন নিজ হাতে। দীর্ঘ সাত বছর ধরে এভাবেই বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন মানুষকে। অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে আটক হয়েছেন মো. জালাল হোসেন (৩৪) নামে এই প্রতারক। গত সোমবার রাতে নগরীর বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম জব্দ করা হয়। তার বাড়ি বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায়। বাবার নাম মো. রুহুল আমিন হাওলাদার। তিনি বর্তমানে নগরীর বন্দর থানার কলসী দীঘির পূর্ব পাড় এলাকায় বসবাস করেন।
র‌্যাব সূত্র জানায়, নগরীর বন্দর থানাধীন কলসী দীঘির পূর্ব পাড়ে ‘আর কে ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসি খোলেন জালাল। সেখানে নিজে রোগী দেখার জন্য একটি চেম্বারও করেন। ওষুধ লেখার প্যাডে জালাল নিজেকে এমবিবিএস পাস ডাক্তার হিসেবে উল্লেখ করেন। এরপর সেখানে লোকজনকে জটিল রোগের চিকিৎসা ও অপারেশন করাতে থাকেন। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেন জালাল। ফার্মেসি এবং চেম্বারে তল্লাশি করে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জামাদি জব্দ করা হয়। দীর্ঘদিন তিনি এমবিবিএস পাস বলে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল রোগের ভুয়া চিকিৎসা দিচ্ছিলেন। তাদের কাছ থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
পরবর্তী নিবন্ধইংরেজিতে লেখা সাইনবোর্ডে কালি