আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে

অরুণ শীল | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

চৈত্রদিনের ভ্যাপসা গরম, বৃষ্টি এলো ঝেঁপে

কোথায় গেলো বৌঝিয়েরা! কে দেবে ধান মেপে?

ঝমঝমিয়ে ধাক্কা মেরে উল্টালো কি চাল?

উথালপাতাল গাছগাছালির ভাঙলো কোনো ঢাল?

ঝোড়ো বাতাস বারে বারে নাড়লো ঘরের কড়া!

গর্জালো মেঘ, ‘ডাকলো কেন? কাটলো কে এই ছড়া?’

জানলা থেকে মেঘ দেখে যে ছড়া কেটেছে

ভয়ের চোটে খাটের তলায় লুকিয়ে বেঁচেছে

যে কেটেছে এই ছড়াটা দোষটা শুধু তার?

এমন ছড়া লিখলো কে সে? দুষ্টু ছড়াকার!

আয় বৃষ্টি ঝেঁপে, —ধান দেবে কে মেপে?

ধান না পেলে বৃষ্টি বুঝি উঠবে আবার ক্ষেপে?

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধগাঁয়ের বুকে রাতের ছবি