আশুলিয়ায় আনজুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের কনফারেন্স

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

আশুলিয়ায় আনজুমানে আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের কেন্দ্রীয় আশরাফী কনফারেন্সে আওলাদে গাউছে পাক সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মজিআ) বলেছেন, সৎকর্ম খেদমতে খালক্ব ও সঠিক আক্বিদা প্রচারের মাধ্যমে উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ গড়তে হবে। গত ৮ জুন বাদে জোহর ট্রাস্টের ব্যবস্থাপনায় জেলা প্রতিনিধির সমন্বয়ে অনুষ্ঠিত আশরাফী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত মন্তব্য করেন। তিনি আগামী প্রজন্মকে বিভ্রান্ত মতবাদীর খপ্পর থেকে রক্ষা করতে ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে সমৃদ্ধ সুন্দর, উন্নত ও শান্তির বাংলাদেশ গড়ার আহবান জানান। এডভোকেট মাহববুল আলম আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী, মুহাম্মদ নিয়াজুর রহমান কলিম আশরাফী, নিজামুদ্দিন আশরাফী, মাওলানা শাহরিয়ার আশরাফী, এডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী আশরাফী, মুহাম্মদ রফিক আশরাফী, মুহাম্মদ ফারুক আশরাফী, ডা. গোলাম গাউস আশরাফী, হাফেজ শওকত খান আশরাফী, মাওলানা ওবায়দুল্লাহ আশরাফী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব, মাওলানা গোলাম কাদির হীরা আশরাফী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হচ্ছে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা