আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনার অনুমতি, মুসলিম বিশ্বে ক্ষোভ

ইসরায়েলি আদালতের রায়

আজাদী ডেস্ক | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দিয়েছে ইসরায়েলের একটি আদালত। ৭ অক্টোবর দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়েছে, ইহুদিরা চাইলে নীরবে প্রার্থনা করতে পারবেন, এটি তাদের অপরাধ বলে গণ্য হবে না। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। তবে আদালতের এ রায় প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, আল-আকসা দখলের জন্যই এ রায় দেওয়া হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের রাবি আরিয়েহ লিপ্পো নামে এক দখলদার আল-আকসা কমপ্লেক্সে প্রার্থনা করায় তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে আদালত ইহুদিদের আল-আকসা কমপ্লেক্সে নীরবে প্রার্থনা করার অনুমতি দেয়।
এদিকে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম স্তাইয়া ইসরায়েলের আদালতের সিদ্ধান্তের পর আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা আরোপে ইসরায়েলি অপতৎপরতার আমরা বিরোধিতা করছি।
তেল আবিব ও আম্মানের ১৯৯৪ সালের শান্তি চুক্তির পর আল-আকসা মসজিদের তত্ত্বাবধায়ক ছিল জর্ডান। ইসরায়েলের এ রায়কে আল-আকসা মসজিদের ইতিহাসগত ঐতিহ্য এবং আইনী মর্যাদার গুরুতর লক্সঘন বলে সমালোচনা করেছে আম্মান।
এদিকে ইসরায়েলি আদালতের রায়কে সর্বসম্মতভাবে নিন্দা জানিয়েছেন মুসলিম নেতারা। আল-আকসার পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইহুদিদের প্রার্থনার অনুমতি একধরনের উসকানি ও এতে আল-আকসার পবিত্রতা বিনষ্ট হবে।’ তিনি আরও বলেন, ‘এ সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। কেননা, আমরা আল-আকসা নিয়ে ইসরায়েলি আইনকে স্বীকৃতি দিই না।’
মিসর আদালতের এ আদেশকে প্রত্যাখ্যান করে এটিকে আইনের লক্সঘন বলে সমালোচনা করেছে।
জর্ডানের জেরুজালেমবিষয়ক রয়্যাল কমিটির কর্মকর্তা আবদুল্লাহ কানান ওই আদেশকে প্রত্যাখ্যান করে একে আল-আকসার ওপর হামলা বলে অভিহিত করেছেন। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানায়, আবদুল্লাহ কানান ফিলিস্তিনি জনগণ ও আল-আকসার পবিত্রতার বিরুদ্ধে আদালতের এই আদেশকে দৃঢ়ভাবে রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ২
পরবর্তী নিবন্ধপাঁচ কারণে আলোচনায় চকবাজার উপ-নির্বাচন