আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন

হামিমা জামিল রুমা | বুধবার , ১২ মে, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

দেশের পরিস্থিতি এখন একদম থমথমে করোনা ভাইরাসের তাণ্ডবের কারণে, কতশত ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি যাচ্ছে মানুষ। শুধুমাত্র আপন মানুষগুলোর সাথে নিজের আনন্দের সময়টা ভাগাভাগি করে নিবে বলে। আজ যারা এতো আশা নিয়ে খারাপ পরিস্থিতির মধ্যেও নানারকম ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা আবার সহিসালামত কর্মস্থলে ফিরে আসতে পারবেতো? এমন একটা আতংক প্রতিটা মানুষের মনের ভিতর যেনো ভয়ভয় সংকেত দিয়ে যায়। গত ঈদে অনেকের পরিবার তাদের আপনজন হারিয়েছেন, যারা আজকের ঈদে সাথে থাকবেনা।এবারের ঈদে যে পরিবারগুলো সবাই মিলে জমজমাট দিন পালন করবে মজায় মজায়, আগামীবার হয়তো অনেকে নাও থাকতে পারে।এমন একটা ভাবনা প্রতিনিয়তই সবাইকে অস্থির করে তোলে। আর মন থেকে বারবার দোয়া আসে, হে আল্লাহ আপনি সবার পরিবারকে আপনার হেফাজতে রাখুন। যে মানুষগুলো এতোএতো ঝুঁকি নিয়ে ঈদ পালন করতে বাড়ি যাচ্ছেন তারা যেনো আবার খুশিখুশি নিজেদের ঠিকানায় ফিরতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধঈদে ঘরে থাকি
পরবর্তী নিবন্ধবিষাদের ছাপ ঈদ আনন্দে