আলেশামার্ট এবার কার্যালয় বন্ধ করল

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

কয়েক মাস ধরে কয়েক হাজার গ্রাহকের পাওনা পরিশোধ না করার অভিযোগের মুখে থাকা আলেশামার্ট কার্যালয় বন্ধ করে দিয়েছে। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠানটির অফিস বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ এবিষয়ে কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে। আলেশামার্টের মালিক মনজুর আলম সিকদার ফেসবুক লাইভে বলেন, আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এই অবস্থায় অফিস চালু করা যাচ্ছে না। আমরা বাসা থেকে কাজ করব। খবর বিডিনিউজের।
ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা, সিরাজগঞ্জ শপ ও দালাল প্লাসসহ গত কয়েকমাস ধরে গ্রাহকের কোটি কোটি টাকার পাওনা পরিশোধ না করে অফিস বন্ধ করে দেওয়া ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হল আলেশামার্ট। কয়েকমাস ধরে বিপণন কার্যক্রম বন্ধ রাখার পর সর্বশেষ ১২ অক্টোবর ফেইসবুকে পণ্যের বিজ্ঞাপন দিতে দেখা যায় আলেশামার্টকে। কয়েক সপ্তাহ ধরেই আলেশামার্টের অফিস বন্ধ হয়ে গেছে বলে গণমাধ্যমে খবর আসতে থাকলেও কর্তৃপক্ষ বার বার সেই দাবি অস্বীকার করে আসছিল প্রতিষ্ঠানটি। তবে গ্রাহকরা যেসব অভিযোগ করেছেন, তাতে প্রায় ৪৪ লাখ টাকা পাওনার হিসাব রয়েছে বলে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সমিতি ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন জানান। তিনি বলেন, আলেশামার্টের কাছে পাওয়া টাকার বিষয়ে কিছু অভিযোগ ই-ক্যাবের কাছে এসেছে। আবার আলেশামার্ট কর্তৃপক্ষও পেমেন্ট গেটওয়েগুলোর কাছে ৪৪ কোটি টাকা পাওয়ার বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে। এই পরিস্থিতির কোনো পক্ষের অভিযোগই মীমাংসা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধরাউজানে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা