আলী স্টোর বিল্ডিং হতে তক্তারপুল সড়কটি সংস্কার করা হোক

| শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

মিয়াখান নগরের আলী স্টোর বিল্ডিং হতে তক্তারপুল পর্যন্ত সড়কটি আবদুল করিম সড়ক নামে পরিচিত। সড়কটির বর্তমান অবস্থা খুবই নাজুক। দীর্ঘদিন সংস্কার না করার ফলে রাস্তাটি শোচনীয় আকার ধারণ করেছে। রাস্তাটির স্থানে স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছোট ছোট যানবাহন ছাড়া অন্য কোনও যানবাহন চলতে পারে না। রিকশা কিংবা সিএনজি যোগে যাতায়াত করলেও অনেক সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি খুবই নিচু। নালা আকারে ছোট হওয়ায় সুষ্ঠুভাবে পানি প্রবাহিত না হওয়ায় রাস্তায় নালার পানি জমে থাকে। সে পানি ডিঙিয়ে পথচারী/মসজিদের মুসল্লিদের চলাচল করতে হয়। অনেক সময় মুসল্লীদের জামা কাপড় নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় নালা গুলো আরো বড় ও গভীর করা দরকার। অন্যদিকে এলাকায় পানির জন্য হাহাকার চলছে। ওয়াসার পানির পাইপ আলী স্টোর বিল্ডিং পর্যন্ত বসানো হলেও আবদুল করিম রোড এলাকায় ওয়াসার পাইপ বসানো হয়নি। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। জরুরি ভিত্তিতে পানির পাইপ বসিয়ে পানি সরবরাহ করে এলাকায় পানির সংকট দূরীভূত করা এবং উপরোক্ত সমস্যাবলী আশু দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সবিনয় আবেদন জানাচ্ছি।

মনজুর মিয়া

তক্তারপুল, মিয়াখান নগর রোড, বাকলিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল হামিদ খান ভাসানী : মজলুম জননেতা
পরবর্তী নিবন্ধমানবতার মায়াময় বন্ধনে