মানবতার মায়াময় বন্ধনে

খালেদা লিপি | শুক্রবার , ১৭ নভেম্বর, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

মায়া এমন একটি জিনিস যা সবার মাঝে থাকে। প্রতিটি মানুষ তার হৃদয়ের অন্তঃস্থলে মায়া পোষণ করে। আমরা একা জন্মাই, বাস করি এবং মরেও যাই একা। কিন্তু এই জন্ম থেকে মৃত্যুর মাঝে আমরা তৈরী করি মায়ার ঘোর। মায়াহীন কখনও জীবন হতে পারে না। ছোট্ট একটা শস্য বীজের মতো সত্য মায়া। নক্ষত্রের মতো জ্বলজ্বলে হলো মায়া। মায়া মানব জীবনের দৃঢ় স্তম্ভের একটি। মায়া কেবল মানব জীবনে নয়, পশু, প্রাণীর মধ্যেও বিদ্যমান। এ কথা সত্য হিংস্র, বিষাক্ত প্রাণীরাও মায়ায় কাতর থাকে। প্রাণী বা মনুষ্য জীবনে মায়া না থাকলে কাম তাড়নায় বংশ বিস্তার ঘটলেও মায়া না থাকলে সে বংশ টিকে থাকতো না। মনে করি পৃথিবী টিকে থাকার গভীর রহস্যের একটি রহস্য হলো মায়া। জগতে যতো অকল্যাণ, খুন, হানাহানি, যুদ্ধ, দ্বন্দ্ব একমাত্র মায়াহীনতার কারণে। মানুষের মায়া কেন মরে যায় জানা নেই। মায়া ছাড়া মানুষ এখন কল্পনা করতে হয় না। পরিবার, সমাজে মায়াহীনতার চরম উদাহরণ পরিলক্ষিত হচ্ছে। মায়াহীন মানুষের চোয়ালে থাকে নিষ্ঠুতার লালা। আমরা এমন নিষ্ঠুর চোয়ালের লালা থেকে নিরাপদ থাকতে চাই। থাকতে চাই মানবতার মায়াময় বন্ধনে।

পূর্ববর্তী নিবন্ধআলী স্টোর বিল্ডিং হতে তক্তারপুল সড়কটি সংস্কার করা হোক
পরবর্তী নিবন্ধনতুন শিক্ষা ব্যবস্থাটা আমাদের আয়ত্তে আনাতে হবে