আম্মার ঘরদোর

হাসান মসফিক | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

আম্মা তুমি কি একবার আসবে? এইমাসে আমরা নতুন বাসায় উঠেছি। সব দরজাজানালা খুলে দিলে আলো আর আলো, চোখ ঝলসে যেতে চায়। মাঝে মাঝে এত আলো সহ্য করতে পারি না। কিছু দরজাজানালা তাই বন্ধ রাখি। আমার কেন জানি বিশ্বাস হতে চায় না। এত আলো কি আমরা ধরে রাখতে পারব!

এ বাসায় তোমার কোন স্মৃতি নাই। স্মৃতিহীন এবাসায় কি আমরা বেশিদিন থাকতে পারব?

তুমি একবার আসো। যে কোন দরজায় কোনায় বসে তুমি কোরান পড়তে পারবে। তোমার ঝুঁকে থেকে কোরান পড়ার ছবি দেখতে দেখতে আমি মরে যাব।

পূর্ববর্তী নিবন্ধআইডি কার্ড
পরবর্তী নিবন্ধজীবন ছিনিয়ে আনার গল্প