আমিও চাই

আহসানুল হক | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:০৬ পূর্বাহ্ণ

প্রেমহীন বেঁচে আছি কতটা বছর
তোমার আকাশ জোছনা ঝালর
আমার কেবল দুখের নহর

প্রেম ছাড়া বাঁচে কি জীবন?
কতো আর সহা যায় রোদের এমন তীব্র দহন
আমিও জল চাই, স্রোত চাই, ঠিক নদীর মতোন

আমিও চাই সুশোভিত বৃক্ষ ছায়া
আশ্রয় -ঠাঁই, মমতা ও মায়া
রোগ -শোকে চাইশুশ্রুষা,ভালোবাসা;একটু যতন
তোমার দাওয়ায় জিরোতে চাই আগের মতোন!

পূর্ববর্তী নিবন্ধআমৃত্যু চট্টগ্রামের উন্নয়নের কথা চিন্তা করেছেন মহিউদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধরক্ত রং এক