আমৃত্যু চট্টগ্রামের উন্নয়নের কথা চিন্তা করেছেন মহিউদ্দিন চৌধুরী

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা হিসেবে এবিএম মহিউদ্দিন চৌধুরী জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম। তিনি গভীরভাবে দেশকে ভালবাসতেন, ভালবাসতেন এই চট্টগ্রামকে, চট্টগ্রামের মানুষকে। তিনি আমৃত্যু চট্টগ্রামের কল্যাণের কথা, উন্নয়নের কথা চিন্তা করেছেন।
চসিক : এবিএম মহিউদ্দীন চৌধুরীর তৃতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোরে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রশাসক কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন চসিকের মাদ্রাসা পরিদর্শক মাওলানা হারুনুর রশিদ চৌধুরী। এর আগে কোরান খতমের অয়োজন করা হয়।
শ্রদ্ধানিবেদনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব মুহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে.কর্নেল সোহেল আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোন-৬ এর আফিয়া আখতার, স্পেশাল ম্যজিস্ট্র্যাট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, উপ-সচিব আশেক রসূল চৌধুরী টিপু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, আবু তৈয়ব, শাহিনুল ইসলাম ও ভু-সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ প্রশাসকের সাথে ছিলেন।
মহানগর যুবলীগ : এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে মরহুমের কবরে দোয়া ও মুনাজাত শেষে পুষ্পাঘ্য অর্পণ করেন নগর যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন আনসারী, আকবর হোসেন, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রণজিৎ দে, মো. হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, নাছের তালুকদার, মইনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, ভিপি ওয়াসিম উদ্দিন, বেলায়েত হোসেন রুবায়েত, জাবেদ খান, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, সরোয়ার খান, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুর রহমান রাজু, আফতাব উদ্দিন রুবেল, সভাপতি, সাধারন সম্পাদকের মধ্যে তারকে ইমতিয়াজ ইমতু, অধ্যাপক নাজিম উদ্দিন, আতিক উল্লাহ, আবুল কালাম আবু, মো. শওকত, সাজু বিশ্বাস প্রমুখ।
সিভাসু : চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। মঙ্গলবার নগরীর চশমা হিলের পারিবারিক কবরস্থানে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। মঙ্গলবার পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, চীফ ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর সোহেল এম. শাকুর, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। পরে নগরীর জিইসি মোড়ে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তাঁর আত্মার শান্তি কামনায় খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন ও মাওলানা বোরহান উদ্দিন হোসাইনি
মহানগর যুবলীগ : চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু নেতৃত্বে মরহুমের কবরে দোয়া ও মুনাজাত শেষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নগর যুবলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে হাফিজ উদ্দিন আনসারী, আকবর হোসেন, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, রণজিৎ দে, মো. হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, নাছের তালুকদার, মইনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাতী, আবু বক্কর চৌধুরী, রতন মল্লিক, ভিপি ওয়াসিম উদ্দিন, বেলায়েত হোসেন রুবায়েত, জাবেদ খান, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকি, আজিজ উদ্দিন, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, আমানত উল্লাহ ডিউক, সরোয়ার খান, মেজবাহ উদ্দিন নোবেল, সাইফুর রহমান রাজু, আফতাব উদ্দিন রুবেল, তারেক ইমতিয়াজ ইমতু, অধ্যাপক নাজিম উদ্দিন, আতিক উল্লাহ, আবুল কালাম আবু, মো. শওকত, সাজু বিশ্বাস।
নগর স্বেচ্ছাসেবকলীগ : এবিএম মহি উদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে তারঁ কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন নগর আহবায়ক এড.এ,এইচ,এম জিয়া উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু,নগর সদস্য নুরুল কবির, পংকজ চৌধুরী কংকন সহ মহানগর,থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবন্দ।
সাবেক কাউন্সিলর কফিলউদ্দিন : মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পাঁচলাইশ ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিন খান। গতকাল মঙ্গলবার নগরীর চশমাহিলস্থ মরহুমের কবরে দোয়া ও মুনাজাত শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর সর্দার, শওকত আলী সোহেল, এয়াকুব লেদু, মো. আলমগীর, আয়ুব আলী রুবেল, মাহবুব আলম, মো. সেলিম, মো. জোবায়ের হোসেন, মো. রাশেদ প্রমুখ।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড : এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ফজল আহমদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, খুলশী থানা কমান্ডার মোহাম্মদ ইউসুফ, সৈয়দ আবদুল গনি, রফিকুল ইসলাম মানিক, দুলাল চন্দ্র রায়, সৈয়দ আহমদ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, শাহেদ মুরাদ সাকু, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, রিপন চৌধুরী, জয়নুদ্দিন জয়, সাইকা দোস্ত, মো. নুরুল আলম প্রমুখ। এর সকাল ১০টায় নগরীর চশমা হিলস্থ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন
এমইএস কলেজ : এবিএম মহিউদ্দীন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চশমা হিল মসজিদ সংলগ্ন কবরে পুষ্পমাল্য ও কলেজ ছাত্রলীগ উদ্যোগে কলেজ মসজিদে বাদ আছর কোরানে খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল ওয়াদুদের পরিচালায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আনম সোলেমান সরেওয়ার, উপাধ্যক্ষ রেজাউল আলম সিদ্দিকি, অধ্যাপক আয়ুব আলী, মহানগর যুবলীগের সদস্য মশিউর রহমান দিদার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব দত্ত রিংকু, ভিপি ওয়াসিম উদ্দিন, এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মোহসীন, সোহেল রানা, সেলিম উদ্দিন, মোহাম্মদ ফিরোজ আহম্মেদ, জাহেদ হোসেন টিটু, রাজেস বড়ুয়া, সৌমেন বড়ুয়া, শাহিন মোল্লা, নুরুল ইসলাম সুমন, রেজাউল করিম রিটন, আমিনুল ইসলাম রাসেল, মীর সাহেদ প্রমুখ।
আওয়ামী এক্সকাউন্সিলর ফোরাম: এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ নেতা আওয়ামী এঙ কাউন্সিলর ফোরামের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করা হয়। সকালে কবর প্রাঙ্গণে কোরান খতম ও চশমা হিল মসজিদে দোয়া মাহফিল এবং বিকালে দুস্থ ও অসহায় ৩শ’ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। উপস্থিতি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ মামুন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আক্তার ফারুক, মুরাদপুর ইউনিট আওয়ামী লীগ সভাপতি কপিল উদ্দীন খোকন, শুলকবহর ইউনিট আওয়ামী লীগের সভাপতি সেন্টু, মহানগর হকারলীগ সভাপতি মো সোরোয়ার আলম, সাবেক কমিশনার মোশেদ আলম, সাইফুল ইসলাম, আবু তাহের, আনোয়ার মিয়া, এস এম ওয়াজেদ, এরশাদ উল্লাহ মুন্না, জাহিদুল আলম, ফরিদ উদ্দীন ফরহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দীন শাহিন।
জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ: এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চশমা হিলস্থ কবরে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দুল আলম, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ নেতা মৃদুল কুমার দাশ, মো. ইমতিয়াজ আহম্মেদ, আহসান উল্লাহ খোকন, মো. ইসমাইল হোসেন, কাঞ্চন চৌধুরী, সরওয়ার আলম বাপ্পা, মো. শফিকুল আলম, ইকবাল আহমেদ ইমু, মো. ফিরোজ পাটোয়ারী, মো. শফিক, মো. দেলোয়ার, মো. মনির হোসেন, মো বাবুল আহম্মেদ, আরাফাত জাহেদ অনিক প্রমুখ।
মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন : চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এদিন সকাল ১০টায় নগরীর চশমা হিল এলাকায় তার কবরে শ্রদ্ধাজ্ঞাপন, পুষ্পমাল্য প্রদান ও এক মিনিট নীরবতা পালন করে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যকে আজাদীর মাস্ক প্রদান
পরবর্তী নিবন্ধআমিও চাই