আমার আমি

মাহমুদা মৌ | বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

যখন আমি জেগে থাকি
আমার চোখ হয়ে ওঠে উজ্জ্বল
মনে হয় সমগ্র পৃথিবীর সাথে কথা বলি।

যখন আমি ঘুমাই
আঁধো ঘুমে বিদ্রোহী হয়ে উঠি
সময়ের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

যখন আমি ভালোবাসি
হয়ে উঠি সদ্য ষোড়শী বালিকা
মনে হয় সবুজাভ
লজ্জাবতী গাছ !

যখন আমি অপেক্ষায় থাকি
সুরভিত জেসমিন ফুলের
সুগন্ধি গায়ে মেখে
উড়ে চলি প্রজাপ্রতির মতো!

যখন আমি কাঙ্ক্ষিত মৃত্যুর কথা ভাবি
খোদার কাছে নিজেকে
সঁপে দিয়ে
গভীর মনোনিবেশ করি প্রার্থনায়!
আমার আমি
মাহমুদা মৌ

যখন আমি জেগে থাকি
আমার চোখ হয়ে ওঠে উজ্জ্বল
মনে হয় সমগ্র পৃথিবীর সাথে কথা বলি।

যখন আমি ঘুমাই
আঁধো ঘুমে বিদ্রোহী হয়ে উঠি
সময়ের অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

যখন আমি ভালোবাসি
হয়ে উঠি সদ্য ষোড়শী বালিকা
মনে হয় সবুজাভ
লজ্জাবতী গাছ !
যখন আমি অপেক্ষায় থাকি
সুরভিত জেসমিন ফুলের
সুগন্ধি গায়ে মেখে
উড়ে চলি প্রজাপতির মতো!

যখন আমি কাঙ্ক্ষিত
মৃত্যুর কথা ভাবি
খোদার কাছে নিজেকে
সঁপে দিয়ে
গভীর মনোনিবেশ করি প্রার্থনায়!

পূর্ববর্তী নিবন্ধবছর শেষে প্রেক্ষাগৃহে আসছে বাপ্পি-মিতু
পরবর্তী নিবন্ধএ যেন প্রকৃতির প্রতিশোধ