আমাদের স্বাধীনতা

জসীম মেহবুব | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

একদিন এইদেশ ছিল পরাধীন,

ছিল না কোনই আশা স্বপ্ন রঙিন।

হায়েনা ও শকুনিরা ছিল তৎপর,

জ্বালিয়েছে আমাদের যত বাড়িঘর।

নিরস্ত্র বাঙালিরা উঠেছিল রুখে,

ঠেকাতে পারেনি কেউ গুলি বন্দুকে।

বুঝে নিতে আমাদের সব লেনাদেনা,

বুক পেতে দিয়েছিল মুক্তিসেনা।

তর্জনী উঁচু করে শেখ মুজিবুর,

বলেছিল হায়েনাকে, “হয়ে যাও দূর।

তা না হলে দেখে নিও অগ্নিগিরি

ঝটপট খুঁজে নাও দোজখের সিঁড়ি।

আমাদের স্বাধীনতাদেশজাতি বড়,

হুংকারে হায়েনারা ভয়ে জড়সড়।

শৃংখল মুক্তির সুরে গাই গান,

স্বাধীনতা আমাদের করেছে মহান।

পূর্ববর্তী নিবন্ধশপথ
পরবর্তী নিবন্ধস্বাধীনতা মানে এটাই