আমাদের মানবিক হতে হবে

শরণংকর বড়ুয়া | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

শীতের তীব্রতায় জনজীবন আজ কঠিন হয়ে পড়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশে আবহাওয়ার পরিবর্তনে মানুষ হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে সমস্ত পৃথিবী জুড়ে অভাব অনটন খাদ্য দ্রব্যের উর্ধ্বগতি। সুযোগ বুঝে এই দিকে আমাদের দেশের কিছু স্বার্থবাদী লোভী ব্যবসায়ীরা নিজ দেশের উৎপাদন সামগ্রী পর্যন্ত কোনও কথা বা যুক্তি ছাড়া ইচ্ছে মত মুনাফা লুটে নিচ্ছে। সব কিছুর উর্ধ্বগতির চাপে পড়ে গরীব মধ্যবিত্তরা আজ গতিহীন। মাঝে মাঝে প্রশাসন মাঠে নেমে তদারকি করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই দিকে মানুষ বেঁচে থাকার জন্য বেছে নিচ্ছে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজির। এই সব দিনের পর দিন সব জায়গায় বেড়েই চলেছে। এই দেশে যা একবার বেড়ে যায় তা কখনো কমে না। গরিব মধ্যবিত্তরা খোলা আকাশ পানে চেয়ে চেয়ে ভাষাহীন দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবছে আগামী দিনের দুঃস্বপ্নের কথা। রাস্তায় বের হলে হাজার মানুষের ফ্যাকাসে মলিন মুখগুলো দেখলে খুব কষ্ট হয়। বার বার অংক কষি ভুলে, রাজপথের কংক্রিটের কালো ধূলোর সাথে মিশে যায় স্বপ্ন। ব্যথিত মন আজ নির্বাক ভাষাহীন। স্বপ্ন দেখতে যদি ট্যাক্স বসাতো গরীবরা কখনোই তা দেখতো না। গরীবরা একটি কম্বলের জন্য রাস্তায় হাত পেতে বসে থাকে হার কাঁপানো শীতের মধ্যে।

আর অন্যদিকে বড় লোকেরা হাজার হাজার টাকা খরচ করে রেস্তোরাঁয়, হাইরাজ বিল্ডিংএ আরাম আয়েশ করে লক্ষ টাকা খরচ করে জন্মদিন পালন করছে, আনন্দ উল্লাস করছে। এই মহা তারতম্যতা দেখে সত্যি কষ্ট হয়। স্বাধীনতার ৫২ বছর পরও কি আমরা একটু মানবিক হতে পারবো না?

পূর্ববর্তী নিবন্ধমন গহীনে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে