মন গহীনে

জেবুন্নেছা | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

থাক না রে তুই চুপটি করে

আপনা আলয়ে মন গহীনে।

এক কোণেতে হৃদ মাঝারে

আধার রাতে প্রদীপ জ্বেলে।

দুচোখ ভরে দেখবো তোকে

চাঁদের আলো পড়বে বুকে।

গোপন করে আপন গৃহে

থাকবি তো তুই কথা দিলে?

গভীর রাতে ঘরের কোণে

মন পুড়ে ঐ চামেলি তলে!

আসবি তুই জোনাকি রাতে?

বলনারে তুই ফিসফিসিয়ে।

দেখা হবে কী আজ ই রাতে?

চঞ্চলা এক বাউলা হাওয়া

সন্ধ্যা সাঁঝে বেলা অবেলা!

আয় না রে তুই গভীর রাতে

সুখের প্রভাত পাখির গানে।

থাক না রে তুই চুপটি করে

আপনা আলয়ে মন গহীনে।

পূর্ববর্তী নিবন্ধআলো হয়ে ছড়িয়ে পড়ুক ‘মানবতার দেয়াল’
পরবর্তী নিবন্ধআমাদের মানবিক হতে হবে