আমাদের বিদ্যালয়

অদিতি আরেফীন | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

(৩২,০০৪)

বিজিসিতে আমরা সবাই কাঁধ মিলিয়ে চলি,

সবার কথা সবার সাথে মুক্তমনে বলি।

শিক্ষকেরা মায়াস্নেহে বিলিয়ে দেন আলো,

বিজিসিতে তাই আমাদের ভীষণ লাগে ভালো।

প্রদীপ স্যারের নির্দেশনা মুগ্ধ হয়ে শুনি,

মনের মাঝে পাখনা মেলে হাজার স্বপন বুনি।

দীপ্ত পায়ে এগুতে তাই ভয় আসেনা মনে,

বিশ্বজয়ের দীক্ষা যে পাই প্রতি জনে জনে।

ইছহাক স্যারের তদারকি মনে জাগায় আশা,

আমরা হবো এই পৃথিবীর গভীর ভালোবাসা।

আমরা হবো এই পৃথিবীর মধুরতম হাসি,

সুখ ছড়াবো সাত সাগরের হয়ে ঢেউয়ের রাশি।

বিজিসি নয় ছোট্ট কিছু, বিদ্যায়তন নাম আজ;

মানুষ হওয়ার বীজ বোনা তার সবচে’ আসল কাজ।

পূর্ববর্তী নিবন্ধশোকাবহ আগস্টে ২০ হাজার গাছ লাগাবেন চসিক মেয়র
পরবর্তী নিবন্ধসে