আবু তাহের সভাপতি ওসমান গণি সাধারণ সম্পাদক নির্বাচিত

চসহই নির্বাচন

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

চসহই নির্বাচনে আবু তাহের সভাপতি ও ওসমান গণি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্বাচনে ১৯০ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতি) অনুষ্ঠিত নির্বাচনে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাসহ, বিভিন্ন শ্রেণি পেশার সংগঠনের নেতৃবৃন্দ ভোট পর্যবেক্ষণ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিটির সভাপতি জয়নাল আবেদীন ফলাফল ঘোষণা করেন। এ সময়ে নির্বাচন কমিটির সদস্য ইয়াসিন ও আলি আকবর মজুমদার উপস্থিত ছিলেন। নির্বাচিতরা হলেন- সভাপতি আবু তাহের, সহ-সভাপতি রনজিত কুমার নাথ (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সাধারণ সম্পাদক ওসমান গণি, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ নাথ (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম (বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক আবদুর রহমান এবং সদস্য পদে চন্দন কুমার নাথ ও জসিম উদ্দিন (বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত) হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি নাসির উদ্দিনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
পরবর্তী নিবন্ধ২ মার্চের মধ্যে ইউক্রেনের দখল চান পুতিন