আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ৫ মে পর্যন্ত

আজাদী ডেস্ক | বুধবার , ২৮ এপ্রিল, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করায় আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট চালুর তারিখ পিছিয়ে আগামী ৫ মে পর্যন্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ও বিশেষ ফ্লাইট আগের মতোই মেনে চলবে। গতকাল মঙ্গলবার বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় বেবিচক।
বেবিচক সূত্র জানায়, বর্তমানে অনেক রাষ্ট্রদূত নিজ দেশে যেতে চান, অনেকে আবার বাংলাদেশে আসতে চান। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে বর্তমানে শুধু বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া যায়, প্রবেশ করা যায় না। অন্যদিকে অনেক প্রবাসী নানা দেশে আটকে পড়েছেন। ফলে ৫ মের পরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার চিন্তা-ভাবনা চলছে। তবে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানায় সূত্র।

পূর্ববর্তী নিবন্ধকচ্ছপকে খাবার দিতে গিয়ে নিজেই হলো খাবার
পরবর্তী নিবন্ধহেফাজতের ৩১৩ অর্থদাতা চিহ্নিত ।। মামুনুলের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা