আন্তর্জাতিক আদালতে উইঘুর মুসলিম গণহত্যার বিচার দাবি

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

উরুমকুই উইঘুর মুসলমান গণহত্যার বিচার দাবিতে গতকাল বুধবার বেলা ২টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা এমএ মতিন।

এ সময় তিনি বলেন, পৃথিবীর শান্তিকামী প্রতিটি রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, চীনে উইঘুর মুসলিমদের প্রতি যে আচরণ করা হচ্ছে তাকে গণহত্যা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আদালতে চীনের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বজুড়ে শান্তির নিবাস গড়তে চাই। যারা সামপ্রদায়িক কারণে মুসলিম বা অন্য কোন জাতিগোষ্ঠির নিধনের পাঁয়তারা করবে, আমরা তাদের বিরুদ্ধে সদা সোচ্চার থাকব। উইঘুর মুসলিম ও রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন যেন একই সুতোঁয় গাঁথা। চীনের মদদপুষ্ট হয়ে বার্মিজ জান্তা সরকার রোহিঙ্গাদের দেশ ত্যাগে বাধ্য করেছে। তিনি অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে প্রত্যাবাসন ও চীনের উইঘুর মুসলমান গণহত্যার বিচার নিশ্চিতে জাতিসংঘ, ওআইসিসহ বিশ্ব নেতৃত্বকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যাপক আবদুর রহিম মুনিরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌস আলম আলকাদেরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (.জি.)। আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা রেজাউল করিম তালুকদার, এম নুরুল ইসলাম জিহাদী, ইঞ্জিনিয়ার নূর হোসেন, আবুল হোসাইন, এনামুল হক সিদ্দিকী, মুহাম্মদ জসিম উদ্দিন, সৈয়দ মোকতার আহমেদ, এম মহিউল আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন হায়দারী, গিয়াস উদ্দিন নেজামী, নাসির উদ্দীন মাহমুদ, আলী হোসেন, মুহাম্মদ এমরানুল ইসলাম, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আজিম উদ্দিন আহমেদ জনি, বদরুল হুদা তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বার এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির শোভাযাত্রায় হামলা পূর্বপরিকল্পিত