আনোয়ারায় ফ্রি খতনা ও কর্ণছেদন ক্যাম্প

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

আনোয়ারার গুয়াপঞ্চক গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের উদ্যোগে স্থানীয় ৫০ জন শিশুর বিনামূল্যে খতনা ও কর্ণছেদন অনুষ্ঠান গতকাল শুক্রবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুস সত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বোয়ালখালী দরবার চরণদ্বীপ শরিফের শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ্‌ ফারুকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। গুয়াপঞ্চক গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদ আহমদ শাহ, মো. সোলায়মান, মৌলানা ইদ্রিস আনসারী, ওসমান শাহ, জাগির সওদাগর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মোহাম্মদ নুরু মিয়া। গুয়াপঞ্চক গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের সহযোগিতায় ও চরণদ্বীপ দরবারের পৃষ্ঠপোষকতায় ডাক্তার সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন শওকতের তত্ত্বাবধানে স্থানীয় ২০ জন শিশুর খতনা ও ৩০ জন শিশুর কর্ণছেদন শেষে তাদের ওষুধ, কাপড়, টুপি ও কানের দুল প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্প খাতে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম
পরবর্তী নিবন্ধইনসুলিন ব্যবহারে আরো সচেতন হওয়ার তাগিদ