আনোয়ারায় দুই মাসের শিশু খুনের দায়ে একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুই মাস বয়সী শিশু রূপ রানী দাশকে খুনের দায়ে স্বপন দাশ নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে স্বপন দাশের স্ত্রী শিপ্রা দাশকে খালাস দেয়া হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহেদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৭ সালে আনোয়ারার বৈরাগ এলাকার উত্তর গুয়াপঞ্চক গ্রামে পুরনো পূজা মণ্ডপ ভেঙে হরলাল দে নামের এক যুবক নতুন করে বানানোর উদ্যোগ নেন। এ কাজে জমি দেওয়া নিয়ে বিরোধের জেরে মারামারিতে জড়ায় শিশু রূপ রানী দাশের বাবা হরলাল ও কারাদণ্ডপ্রাপ্ত স্বপনের পরিবার। এ সংঘাতে হরলালের দুই মাসের শিশু খুন হয়। এ ঘটনায় স্বপন দাশ ও তার স্ত্রী শিপ্রা দাশের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলাটি দায়ের করেন হরলাল দে। পরবর্তীতে ২০০৮ সালে স্বপন ও শিপ্রাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন বলেও আদালতসূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধডিভাইডারে ধাক্কা সড়কেই উল্টে গেল হিউম্যান হলার
পরবর্তী নিবন্ধবোয়ালখালী রুটে টেক্সি টেম্পো বন্ধ হয়ে যাবে!