বোয়ালখালী রুটে টেক্সি টেম্পো বন্ধ হয়ে যাবে!

চাঁদাবাজি থেকে মুক্তির আকুতি মালিক-শ্রমিকদের

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার প্রায় চার লক্ষাধিক মানুষের যাতায়াতের মূল ভরসা সিএনজি টেক্সি ও অটোটেম্পো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। চাঁদাবাজদের ক্রমাগত অত্যাচারে অতিষ্ঠ এসব পরিবহনের মালিক-শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের স্মারকলিপির মাধ্যমে এ কথা জানিয়ে দিয়েছেন বলে আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুণ। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন বোয়ালখালী ৮ নং রোড শাখার সভাপতি মো. ইকবাল আজাদীকে বলেন, আমরা প্রশাসনকে লিখিতভাবে এ নৈরাজ্যের কথা জানিয়েছি। প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে গাড়ি চালানো বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা এই এলাকার জনগণকে নির্বিঘ্নে সেবা দিয়ে আসছি। কিন্তু তারেকুল ইসলাম, আনু, ওসমানসহ কিছু দুষ্কৃতকারী বারবার সিএনজি অটোরিকশা ও অটোটেম্পো চলাচলে বাধা দিয়ে আসছে। তাদের চাঁদা না দিলে চালককে হয়রানি করছে। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পর গাড়ি চালিয়ে খালি হাতে ঘরে ফিরতে হয়। দিন শেষে গাড়ির মালিককে দৈনিক জমার টাকা দেওয়ার পর তাদের হাতে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না।
সংগঠনের বোয়ালখালী ৮ নং রোড শাখার সভাপতি মো. ইকবাল বলেন, এই রুটে এসব গাড়ি চালানোর জন্য মাসিক ১৪০০ টাকার টোকেন নিতে হয়। তার ওপর প্রতিবার যাত্রী নিতে দিতে হয় ২০ টাকা করে। কালুরঘাট ব্রিজ ভাড়া প্রতিবার দিতে হয় ৪০ টাকা করে। এর সাথে চাঁদাবাজদের দাবি মতো চাঁদা না দিলে অমানুষিক নির্যাতন করা হয়। এসব কারণে এই রুটের অনেক মালিক-শ্রমিক তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আমরা প্রশাসনকে অবগত করেছি। এখন বাকি দায় দায়িত্ব তাদের।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীর তীরে গলায় রশি পেঁচানো নিখোঁজ তরুণের লাশ
পরবর্তী নিবন্ধরেলের বিপুল ভূমি উদ্ধার ১২৩ ঘর ও দোকান উচ্ছেদ