ডিভাইডারে ধাক্কা সড়কেই উল্টে গেল হিউম্যান হলার

ড্রাইভার ও সহকারীসহ আহত ৫

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

বেপরোয়া গতির কারণে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কায় একটি হিউম্যান হলার (মিনিবাস) উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ড্রাইভার-সহকারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সোয়া ৬টার দিকে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন সড়কের বাকলিয়া এক্সেস রোডের মুখে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে দেওয়ানহাটগামী হিউম্যান হলারটি (চট্টমেট্রো-ছ-১১-১০২০) বাকলিয়া এক্সেস রোডের মুখে আড়াআড়ি ভাবে উল্টে যায়। এ সময় গাড়িটির গ্লাস ভেঙ্গে যায়। এতে প্রায় এক ঘণ্টা রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শী সাহেদ আজাদীকে বলেন, ভোর সোয়া ৬টার দিকে ৪ নং হিউম্যান হলারটি অ্যাঙিডেন্ট করেছে। নতুন ব্রিজের দিক থেকে বেপরোয়া গতিতে এসে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ড্রাইভার ও সহকারীসহ ৫ জন আহত হন।

পূর্ববর্তী নিবন্ধবিস্কুট ও পাউরুটি কারখানার মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই মাসের শিশু খুনের দায়ে একজনের যাবজ্জীবন