আনোয়ারায় দুই কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধনে এমপি ওয়াসিকা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় বারখাইন ইউনিয়নের সরকারহাট এলাকায় মুজিববর্ষ উপলক্ষে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণসহ ২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়েশা খান এমপি।
তিনি বলেন, বিশ্ব যখন করোনা মহামারি ঠেকাতে হিমশিম খাচ্ছে ঠিক তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। সারা দেশে সফল ভাবে একের পর এক মেগা প্রকল্পের উন্নয়ন করে চলেছেন তিনি।
পরে তিনি ২০টি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর, ১৬টি গ্রামীণ সড়ক, ২টি কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের ৭টি গভীর নলকূপ, ২টি কালভার্ট ও কবস্থানের গাইড ওয়ালসহ ২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল গফ্‌ফার, আবুল বশর, স্বপন ধর, শহীদুল ইসলাম শহিদ ও জসিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক একাউন্টিং দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধঅরিন্দম, বাধা ডিঙিয়ে স্বপ্নযাত্রা