আনন্দ নগর

জিললুর রহমান | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:০৯ পূর্বাহ্ণ

তোমাদের আকাশে ভীষণ রঙের বন্যায়

ভেসে যায় কুটোর মতোন নানান অন্যায়

সুরুজের উদয়ের কালে যে কল কল্লোল

পাখিদের দারুণ হল্লা বাধালো সে কি গোল

ছোটে কেউ পশ্চিম দিকে পরম প্রার্থনা

কারো মুখে পুব প্রান্তরে রবির বন্দনা

সারারাত আঁধারের ঘোরে শঙ্কা গাঢ় জমে

ভোর বেলা কেটেছে তমসা নতুন মরশুমে

বায়সের কর্কশ স্বর বিদারে নীরবতা

ঠোঁট তার এনেছে ফিরিয়ে ভোরের সতেজতা

দূরে ওই পাহাড়ের গায়ে এলিয়ে পড়া রোদে

আনন্দ উপচে পড়েছে অচেনা কোনো ছাদে

পূর্ববর্তী নিবন্ধনামহীন গোত্রহীন কথারা
পরবর্তী নিবন্ধঅধরার দাঁত