নামহীন গোত্রহীন কথারা

অনুপমা অপরাজিতা | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

কথারা ফুরিয়ে যায়!

পড়ে থাকে থানকাপড়ের

টুকরোর মতো

অকথার বিপ্লব!

বিপুল জড়ো করা প্রণয়কথা

বিপন্ন বিদূর

হারিয়ে যাওয়া ডাকপিওনের হাতের

নীল খামটি যেন..

কথা কই! কথা কই! কথারা গেল কই!

কথাদের গান নেই বর্ষার কদম

ফোটা নেই

বৃষ্টিহীন তবুও অকথার বানে

ভেসে গেছে

আশ্চর্য মেঘদল’

তবে কি কথারা এখন ক্রীতদাস!

স্মৃতির লাল পেড়ে ভেলভেট থেকে

কথারা হারিয়ে যায় নিঃশব্দে

যেমন সমুদ্র তটে বালির ওপরে পড়ে থাকে

ভেসে আসা চপ্পলটি!

তাতে কিছুতেই কারও

ভাবান্তর ঘটেনা!

পূর্ববর্তী নিবন্ধছা য়া র গ ল্প
পরবর্তী নিবন্ধআনন্দ নগর