আদর্শবান ছাত্র দেশের একটি বড় সম্পদ

মো: কামরুল ইসলাম | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বর্তমান ছাত্রসমাজ একটি সমাজের আদর্শবান সমাজ গঠনে ছাত্রদের অবদান তুলনাহীন। সমাজের প্রতিটি মানুষের জীবনে ছাত্রজীবন একটি দীর্ঘসময় পর্যন্ত বিদ্যমান। যেটি আমরা ধাপে ধাপে আমাদের ছোট ছোট পা ফেলে অগ্রসর হই। যে জীবনে কোনো দায়িত্বভার নেই, নেই কোনো গ্লানি, শুধু আছে জানার অদম্য ইচ্ছা ও পন্থা। সেই ছাত্রজীবনকেই আমাদের সুন্দর করে গঠন করা উচিৎ। ছাত্রসমাজ যেকোনো দেশের একটি বড় শক্তি ও সম্পদ। যার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। দেশের কোটি কোটি ভাগ্য বিড়ম্বিত মানুষ চেয়ে আছে ছাত্রসমাজের দিকে। তাদের বিশ্বাস ছাত্ররাই একমাত্র অবলম্বন যারা দেশের বর্তমান ভাবমূর্তি পরিবর্তন করে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। একজন আদর্শবান ছাত্র দেশের একটি বড় সম্পদ। তই জীবনের প্রতিটি মুহূর্তে আর্দশকে আমাদের গৌরব ছায়ার মতো অনুসরণ করতে হবে। তবেই বিশ্বের দরবারে সাফল্যের প্রতীক হিসেবে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে পারবো।
লেখক: সমাজকর্মী

পূর্ববর্তী নিবন্ধকরোনা টিকার সনদ সংগ্রহে ওটিপি জটিলতা
পরবর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় সতর্ক হোন