আত্মসাতের ১০ লক্ষ টাকা উদ্ধার করায় পুলিশকে ক্লিফটন গ্রুপের উপহার সামগ্রী প্রদান

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

স্বনামধন্য পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের পিয়ন ব্যাংক থেকে অফিসের জন্য ১০ লাখ টাকা তুলে আত্মসাতের ঘটনায় পরবর্তী পুলিশ উদ্ধার করায় সততার মূল্যায়ন স্বরূপ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ক্লিফটন গ্রুপের পক্ষ থেকে কোতোয়ালী থানা পুলিশকে কর্মদক্ষতা, সততার মূল্যায়ন স্বরূপ এসব উপহার তুলে দেয়া হয়। কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. মুজাহিদুল ইসলামের হাতে উপহার তুলে দেন ক্লিফটন গ্রুপের স্টাবলিস্টমেন্ট কর্মকর্তা এ জেড এম সাইফুল ইসলাম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নেজাম উদ্দিন, ক্লিফটন গ্রুপের জেনারেল ম্যানেজার (হিসাব) ওয়াহিদ উল্যাহ।
এ সময় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, রিপন ক্লিফটন গ্রুপের খুবই বিশ্বস্ত কর্মী ছিলেন। বিভিন্ন সময় বড় অংকের টাকা ব্যাংক থেকে তুলেছেন, আবার ব্যাংকে জমাও দিয়েছেন। গত ১২ সেপ্টেম্বর দুপুরে হিসাবরক্ষক মো. সাহেদের নির্দেশে রিপন ব্র্যাক ব্যাংকের একটি শাখা থেকে চেক মারফত ১০ লাখ টাকা উত্তোলন করেন। সেই টাকা নুপুর মার্কেট এলাকায় স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের শাখায় জমা দেওয়ার কথা ছিল। কিন্তু ব্র্যাক ব্যাংক থেকে টাকা তোলার পর থেকে মোবাইল বন্ধ করে লাপাত্তা হয়ে যান রিপন। এ ঘটনায় মামলা দায়েরের পর আমরা পিয়ন রিপন ও তার বন্ধুকে গ্রেফতারের পাশাপাশি পুরো টাকাই উদ্ধার করতে সক্ষম হই। ক্লিফটন গ্রুপের স্টাবলিস্টমেন্ট কর্মকর্তা এ জেড এম সাইফুল ইসলাম টুটুল বলেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অসীম। আমাদের সেই প্রত্যাশা পুলিশ পূরণ করেছে। পুলিশের তপরৎতায় ক্লিফটন গ্রুপের এই ১০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে কোতোয়ালী থানার আওতাধীন ২৫৫ জন পুলিশ সদস্যের জন্য উপহার সমাগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে : হাসিনা মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের নিয়মিত মাসিক সভা