আজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পাঁচ দিনের বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত ২২ মার্চ লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছে। লিগের ১২ টি দলের সবাই পাঁচটি করে ম্যাচ খেলে ফেলেছে। পাঁচ ম্যাচ শেষে অপরাজিত রয়েছে তিনটি দল। এই তিনটি দল যথাক্রমে চ্যাম্পিয়ন আবাহনী লিঃ, রানার আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তিন দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। তিন দলেরই পয়েন্ট সমান ১৫ করে। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার সবার উপরে আবাহনী। দ্বিতীয় স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং তৃতীয় স্থানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। একটি করে ম্যাচে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন এবং রাইজিং স্টার ক্লাব। আজ ষষ্ঠ রাউন্ড শুরু হচ্ছে। এই রাউন্ডের প্রথম দিনেই যথারীতি মাঠে নামছে চ্যাম্পিয়ন আবাহনী। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ শহীদ শাহজাহান সংঘ। এম এ আজিজ স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। আগামীকাল ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রানার আপ চট্টগ্রাম বন্দর ক্রীড়া সংস্থা এবং পাইরেটস অব চিটাগাং। ইতোমধ্যেই দুই ম্যাচে হেরেছে পাইরেটস অব চিটাগাং। তৃতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রতিপক্ষ রাইজিং স্টার ক্লাব। চতুর্থ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। পঞ্চম ম্যাচ খেলবে ইস্পাহানী স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান এসসি। আর এই পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশ এবং ফ্রেন্ডস ক্লাব। আগামী ২ এপ্রিল শেষ হবে ষষ্ঠ রাউন্ডের খেলা।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট দলে ফিরেছেন সাকিব বাদ পড়লেন হৃদয়
পরবর্তী নিবন্ধশনিবার শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট