আগুনঝরা ফাগুন মাসে

সনজিত দে | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

উথলে ওঠে আকাশ বাতাস বাংলা ভাষার টানে
পৌঁছে গেল এসব কথা সবার কানে কানে ।
আগুনঝরা ফাগুন মাসে লাল পলাশের মুখে
বাংলা মায়ের দামাল ছেলের বিঁধলো গুলি বুকে ।

শিমের মাচান পেছন ফেলে দুপুর রোদের তাপে
মায়ের মনে শংকা জাগে দুরু দুরু কাঁপে ।
ঘরের চালে কাকটা ডেকে উড়াল দিয়ে আসে
মায়ের খোকা গঞ্জে থাকে দুচোখ জলে ভাসে ।

আসবে খোকন বাড়ি ফিরে খেলবে আবার মাঠে
খোকন সোনা সত্যি এলো কিন্তু এ কোন খাটে ?
গায়ের রক্তে লাল হয়ে যায় মাঠের সবুজ ঘাস
মা কেঁদে কয় খোকন আমার এই কী সর্বনাশ ।

জীবন দিয়ে বর্ণমালার আল্পনা সব এঁকে
খোকন আমার ফিরলো বাড়ি কিসের আবির মেখে ?
খবর পেয়ে আসলো ছুটে পাড়া-গাঁয়ের লোকে
লাশ দেখে তার ছেলে বুড়ো কাঁদে সবাই শোকে ।

ছেলের শোকে মনটা মায়ের কান্না যে হয় ভারী
এমন করেই বছর ঘুরে আসে ফেব্রুয়ারি ।

পূর্ববর্তী নিবন্ধএকুশ
পরবর্তী নিবন্ধএকুশ এলে