আগামী ১৪৩২-এর শোভাযাত্রা হোক গ্লোবাল ইউনিটির ওপর

শিপন চন্দ্র দেবনাথ | মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মঙ্গল শোভাযাত্রায় দৈত্যদানব প্রদর্শন শোভনীয় নয়। একসময় স্বৈরাচার, রাজাকারদের খেপানোর জন্য তাদের প্রতিকৃতি শোভাযাত্রায় শোভা পেত। দেশ আজ রাজাকারমুক্ত। তবে সামপ্রদায়িক শক্তি ক্রমশ বাড়ছে। বাড়বেও যেহেতু ভারতে বাড়ছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন কারও উস্কানিতে গাজায় পরিণত না হই। আমাদের ভৌগলিক অবস্থান বিবেচনায় রাখতে হবে। আবেগে আমরা যেন বর্তমান সুখস্বাচ্ছন্দ্য না হারাই। আগামী ১৪৩২ এর শোভাযাত্রা হোক গ্লোবাল ইউনিটির ওপর। বিভেদ নয় সাম্য, হিংসা নয় মৈত্রী। সামপ্রদায়িকতা ক্যান্সারের চেয়ে ভয়াবহ, ইতিহাস ঘাটুন, আর যুদ্ধ নয় শান্তিই কাম্য। আসুন কেবল নিজ সমপ্রদায়ের শান্তি না চেয়ে মানবতার মুক্তি চাই।

পূর্ববর্তী নিবন্ধঅহংকার নয়, বিশাল মন দরকার
পরবর্তী নিবন্ধসন্দ্বীপবাসীর আজীবনের দুঃখ : যাতায়াত ব্যবস্থা