আইসিএমএবির নবীনবরণ ও আলোচনা সভা

| বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৭ অপরাহ্ণ

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে জানুয়ারি-জুন সেশনে ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, নতুন সিএমএ ডিগ্রী অর্জনকারী এবং আইসিএমএবি ন্যাশনাল কাউন্সিলের সদস্যদের সংবর্ধনা এবং পেশাগত আলোচনা অনুষ্ঠান গত শুক্রবার আগ্রাবাদের নিজস্ব সিএমএ ভবন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে নতুন সিএমএ মেম্বার ও ছাত্র-ছাত্রী এবং আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিএমএ বাংলাদেশের প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএ বাংলদেশের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ইমতিয়াজ আলম, সেক্রেটারি একেএম কামরুজ্জামান এবং সাফার অ্যাডভাইজার এ.কে এম দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সিএমএ পেশার সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। ইনস্টিটিউটের চট্টগ্রাম অঞ্চলের বিপুল সংখ্যক ফেলো, অ্যাসোসিয়েট এবং নতুন সদস্য, নতুন ও সিনিয়র ছাত্র-ছাত্রীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চট্রগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সচিব এরশাদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ মোজাম্মেল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের স্বাধীনতা উৎসব ও আনন্দ সম্মিলন
পরবর্তী নিবন্ধঅসহায়দের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান