আইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌ প্রকৌশলী সাজিদ

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট, চার্টার্ড মেরিন ইঞ্জিনিয়ার ও নৌ-গবেষক ড. সাজিদ হোসেন লন্ডনের ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট) রিকগনাইজড স্পিকারের মর্যাদা অর্জন করেছেন। গত ১৪ ডিসেম্বর আইমারেস্টের সিনিয়র পলিসি ম্যানেজার ‘মারিয়া কুবুরা’ স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বাংলানিউজের।
আইমারেস্টের যে সব সদস্য উচ্চমানের উপস্থাপনা দক্ষতা এবং কারিগরি বিষয় দর্শক-শ্রোতার সামনে সহজভাবে পৌঁছে দেওয়ার সামর্থ্য রাখেন, তাদেরই দেওয়া হয় এ বিশেষ মর্যাদা। ড. সাজিদ হোসেন বাংলাদেশ, যুক্তরাজ্য, সুইডেন, জাপান, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় বিভিন্ন সেমিনারে এ পর্যন্ত ৩০টি গবেষণাপত্র উপস্থাপনা করেছেন; তিনি আইমারেস্ট লন্ডনের একজন ট্রাস্টি, ফেলো এবং কাউন্সিল মেম্বার।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করুন
পরবর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২০তম সাধারণ সভা