সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করুন

কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে সুফিয়ান

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল সোমবার সকাল ৮টায় দোস্থ বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, নির্বিচারে সীমান্তে বাংলাদেশি হত্যা খুবই ন্যাক্কারজনক। বাংলাদেশের জনগণ ফেলানী হত্যা থেকে শুরু করে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে সকল বাংলাদেশি নাগরিক হত্যার বিচার চায়। সীমান্তে আর কোনো লাশ বাংলাদেশের জনগণ দেখতে চায় না। অবিলম্বে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করুন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন, এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, সাবেক চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মাহফুজুর রহমান আনিস, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩৮ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌ প্রকৌশলী সাজিদ