রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২০তম সাধারণ সভা

| মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩১ পূর্বাহ্ণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২০তম সাধারণ সভা গত ২০ ডিসেম্বর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর নীলগিরি হলে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে রিহ্যাবের পরলোকগত সদস্যদের জন্য শোক প্রস্তাব গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিদের আরোগ্য কামনা, দেশের উন্নয়ন এবং সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভার সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী সভায় আগত রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, মহামারীর কারণে সারা বিশ্বের উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাংলাদেশে করোনার শুরুতে লকডাউনের সময় রিহ্যাবের পক্ষ থেকে ঢাকা এবং চট্টগ্রামে নির্মাণাধীন প্রকল্পগুলোর শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। লকডাউন প্রত্যাহারের পর থেকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে নির্মাণাধীন প্রকল্পগুলোতে কাজ শুরু করা হয়েছে। যথাসময়ে ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করে ক্রেতার ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে সবসময়ই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। তিনি নিয়ম মেনে ভবন নির্মাণ এবং ক্রেতার স্বার্থ রক্ষার উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে ফ্ল্যাট, প্লট বিক্রির পরিমাণও বেড়েছে। ২০২০-২০২১ জাতীয় বাজেটে ফ্ল্যাট, প্লটের রেজিস্ট্রেশন ব্যয় ৩% কমানো হয়েছে। এজন্য তিনি রিহ্যাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি সকলকে অবহিত করেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের দীর্ঘদিনের দাবি অনুযায়ী চট্টগ্রামে রিহ্যাবের জন্য একটি নিজস্ব অফিস স্পেস ক্রয় করা হয়েছে। এজন্য রিহ্যাবের প্রেসিডেন্ট এবং পরিচালনা পর্ষদকে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় বিগত বছরগুলিতে রিহ্যাবের অর্জন, সামাজিক দায়বদ্ধতা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। স্বাগত বক্তব্য দেন, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) ইঞ্জিনিয়ার মোহা. দিদারুল হক চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) মাহবুব সোবহান জালাল তানভির। সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, মো. মোরশেদুল হাসান, ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, শারিস্থ বিনতে নূর, এএসএম আবদুল গাফফার মিয়াজী এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইমারেস্ট লন্ডনের রিকগনাইজড স্পিকার নৌ প্রকৌশলী সাজিদ
পরবর্তী নিবন্ধইডিইউতে ‘লার্ন ফ্রম দ্য লিডার্স’ শীর্ষক কর্মশালা