আইপিএল খেলে মোস্তাফিজের আর কিছু শেখার নাই

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৫৮ পূর্বাহ্ণ

আগের দিন বিসিবির পরিচালক আকরাম খান বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরিবর্তে মোস্তাফিজের উচিত আইপিএল খেলা। বরং সেখানে খেলে অনেক কিছুই শিখতে পারবে এই পেসার। আর তারই যেন কাউন্টার দিলেন বিসিবির আরেক পরিচালক জালাল ইউনুস। গতকাল সাংবাদিকদের তিনি বলেন মোস্তাফিজের এখন আইপিএলে খেলে শেখার কিছু নেই। মোস্তাফিজের লার্নিং প্রসেস ইজ ওভার। বরং মোস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মোস্তাফিজকে পেয়ে অন্যদের লাভ হবে। আইপিএল খেলাটা আপনাদের কাছে মনে হয় ৪ ওভারের খেলা। কিন্তু কত ধকল নিতে হয় আপনারা হয়তো জানেন না। রাতের বেলা কিন্তু তাদের ট্রাভেল করতে হয়। খেলা শেষে রাতের বেলা ১টায় বিমানবন্দরে গিয়ে ঘুমিয়ে তাদের ট্রাভেল করতে হয়। এটাই অনেক কষ্ট।

এবারের আইপিএলটা বেশ ভালোই কাটছে মোস্তাফিজুর রহমানের। যুক্তরাষ্ট্রের ভিসা করাতে দেশে আসায় মাঝে একটি ম্যাচ খেলতে পারেননি। তবুও সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে টিকে আছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের একাদশেও জায়গা মিলছে নিয়মিত। যদিও আর খুব বেশি দিন আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী পহেলা মে তাকে দেওয়া বিসিবির অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগেই দেশে ফিরতে হবে মোস্তাফিজকে। বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে অনেক। বোর্ড থেকে বলা হচ্ছে বিশ্বকাপ প্রস্তুতির কথা। তবে কেউ কেউ বলছেন, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএল খেলেই ভালো প্রস্তুতি নিতে পারতেন মোস্তাফিজ। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে শিখতেও পারতেন তিনি। এমন কথার সঙ্গে অবশ্য একমত নন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন আমাদের চিন্তা হচ্ছে মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। তারা চাইবে ওর থেকে ১০০ ভাগ নেওয়ার জন্য। তার ফিটনেসের দিকে কিন্তু ওদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের আছে। তাকে ফেরানোর কারণ কিন্তু শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাব। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে পরিকল্পনা দেব। আইপিএলে কিন্তু ওই পরিকল্পনা হবে না। সুতরাং মোস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। আর শেখার কিছু নেই। সাত আট বছর ধরে ক্রিকেট খেলে আইপিএলে। লাভবান তারা হবে আমরা হবো না।

এ বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টিটোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও রয়েছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ। এগুলোতে দলের সঙ্গে মোস্তাফিজকে রেখে বোঝাপড়া বাড়াতে চায় বিসিবি। মোস্তাফিজকে দেশে ফিরে আনার মানেই যে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা না। তাকে আমরা ওয়ার্কলোড দেব। তার উপর চাপ কমাব। দলের সঙ্গে থাকবে। বোঝাপড়া থাকবে। সামনে একটা বিশ্বকাপ। একটা বড় ইভেন্টে যাচ্ছে। ইভেন্টে গিয়ে যেন খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে থাকতে পারে। আমাদের দরকার একজন ফ্রেশ মোস্তাফিজ।

পূর্ববর্তী নিবন্ধ২১ এপ্রিল ফিরছেন হাথুরুসিংহে
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা