আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কর্মশালা

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫১ পূর্বাহ্ণ

আইআইইউসি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটরেরি সোসাইটি ছাত্রী শাখার উদ্যোগে গত ১৯ মার্চ রিসার্চ মেথডলজি অ্যান্ড রিসার্চ পেপার রাইটিংয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সেশনসমূহ শুরু হয় আইআইইউসির ট্রেজারার এবং কলা ও মানবিক অনুষদের ডিন

 

প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের আলোচনার মধ্য দিয়ে। ২য় সেমিস্টারের ছাত্রী সৈয়দা তাসনিমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক মো. ছরওয়ার আলম। উদ্বোধনী বক্তব্য দেন, প্রক্টর ইফতেখার উদ্দীন। অন্য সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক সালমা হক। আলোচক

ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ মোহাম্মদ সানাউল করিম, সহকারী অধ্যাপক মো. আবু সালেহ নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আমীর মোহাম্মদ খান, ইশিতা খানম কারু ও সাদেকা জান্নাত। অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়। সমাপনী বক্তব্য দেন, . মুহাম্মদ আজিজুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী শিক্ষায় জাগরণ সৃষ্টি হয়েছে
পরবর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে