নারী শিক্ষায় জাগরণ সৃষ্টি হয়েছে

পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা লায়ন কমরুদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে নারী শিক্ষায় জাগরণ সৃষ্টি হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এখন ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। পরীক্ষার ফলাফলেও এগিয়ে যাচ্ছে ছাত্রীরা। নারীশিক্ষার এই বিপ্লব ধরে রাখতে

 

শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।চকরিয়া উপজেলার পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন তিনি। গত মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশু। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, সেলিম উল্লাহ বাহাদুর, শিক্ষক ছাবের আহমেদ চিশতী, আবুল হোসেন, গণিমুদ্দিন, আকতার হোসেন টুকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহ মোহছেন আউলিয়া (র.) মাজার পুনঃনির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের কর্মশালা