অহংকার

রঞ্জন বণিক | রবিবার , ৬ জুন, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

জানালার পাশে এসে দাঁড়াও
অনতিক্রম্য দূরকে শঙ্কাহীন টেনে নাও কাছে
গুপ্ত বাসনার ফুল গোপনতা ঝেড়ে উঠুক ফুটে।
কুন্তল-কেশ হাওয়ার উড়ুক;
তোমার অবাস্তব জ্যোৎস্নালোকিত মুখ
ছুঁয়ে ছায়া এসে আমার বুকে পড়ুক।
কিছু ক্ষত আঁধারে লুকানো যায় না;
কাচের আর্শীতে ধরা পড়ে না
খুঁজে নেয় মনের আয়না।
তুমিও কম কিসে
চিবুকে চুমোর দাগ
চাঁদের কলঙ্কের ন্যায় অহংকার হয়ে থাক।

পূর্ববর্তী নিবন্ধবেলা ফুরালেই অন্ধকার
পরবর্তী নিবন্ধদুঃখরা বাসর সাজায়